Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ জেলার গণমাধ্যম কর্মী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত।

admin
ডিসেম্বর ২৬, ২০২৪ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:-

বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর বিকাল ৪টার গোপালগঞ্জ সদর উপজেলার সদ্য যোগদানকারী নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান গোপালগঞ্জ জেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। তিনি গত ১৯শে ডিসেম্বর সদর উপজেলার দায়িত্ব গ্রহণ করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি,দৈনিক কালবেলা ও বিজয় টিভির জেলা প্রতিনিধি জুবায়ের হোসেন, মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ জেলা সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ও দৈনিক ভোরের বানীর চিফ রিপোটার এ জেড. আমিনুজ্জামান রিপন, যমুনা টিভির জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন মুন্না, জনকন্ঠের নিতীশ চন্দ্র বিশ্বাস, এটিএন বাংলার চৌধুরি হাসান মাহামুদ, আর টিভির আব্দুল্লা আল মামুন, গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহাবুব হোসেন সারমাত, টিভি জার্নালিস্ট ফেডারেশনের সভাপতি আজিজুর রহমান রনি. সময় টিভির জয়ন্ত শের আলী, মাছরাঙা টিভির সাবেত আহম্মেদ, যুগের সাথীর মনির মোল্যা, আলিমুজ্জামান আলিম, বাংলাদেশ খবরের পলাশ সিকদার,আলোকিত প্রতিদিনের মোঃ শিহাব উদ্দিন,  আরমান খান জয়,

সহ গোপালগঞ্জ জেলায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।

মিত বিনিময়কালে নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের কোন দ্বিমত থাকবে না। আমি গোপালগঞ্জে এসেছি উন্নয়ন করতে, আর আমার এই উন্নয়নে সহযোগী হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে সাংবাদিকদেরে আহ্বান জানান। তিনি আরো বলেন কোথাও কোনো সমস্য দেখলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে সমাধানের পথ বের করাতে হবে।