Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সুলতানপুর ৬০ বিজিবি কর্তৃক দেড় কোটি টাকায় মাদক ও অবৈধ মালামাল জব্দ।

admin
ডিসেম্বর ২৬, ২০২৪ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:-

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী কসবা ও আখাউড়া উপজেলার সীমান্ত হতে আখাউড়া, মঈনপুর, গোসাইস্থল, কসবা ও মাদলা বিওপি কর্তৃক ১,৫৬,৮২,৬১০/- (এক কোটি ছাপ্পান্ন লক্ষ বিরাশি হাজার ছয়শত দশ) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে।

গত ২০ ডিসেম্বর হতে ২৬ ডিসেম্বর পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এ অবৈধ মালামাল জব্দ করা হয়।
গতকাল ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পিএসসি, এসি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।
জব্দকৃত মালামাল গুলো হলো

বাসমতি চাউল ১০,৬০৩ কেজি, বোরোলিন ক্রিম ৪০৩ পিস, লোশন ৪৯৮ পিস, এন্টিসেপটিক ক্রিম ৪৬৮ পিস, গরু ০৮ টি, টুথপেষ্ট ১৮৯ পিস, চিনি ১৪৭৬০ কেজি, নেহা মেহেদী ২১৫৬ পিস, অলিভ ওয়েল ৫৪৩ পিস, ফুসকা ৮২ পিস, সাবান ৩৯৫ পিস, কিসমিস ১৬ কেজি, জিরা ৩১ কেজি, চকলেট- ২৬৮০ পিস, বাঁজি ১৭০৭০৯ পিস, শাড়ী ৪৫ পিস, রসুন ৩৪১ কেজি, হুইস্কি ১০৯ বোতল, বিয়ার ৬৯ পিস, ইস্কাফ সিরাপ ৬৪ বোতল, গাঁজা ৪৩.৫ কেজি, ফেন্সিডিল ১৬০ বোতল ও বাংলাদেশী মাছ ৪৫০ কেজি।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি),এসি
লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সর্বদা সামীন্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বােতভাবে অব্যাহত রেখেছে।এরই ধারাবাহিকতায় সামীন্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করে।