Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মন ডুবে যায় হৃদয় আবক্ষে…..

admin
ডিসেম্বর ২৬, ২০২৪ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

 

শাহনাজ পারভীন মিতা:—

চুপি চুপি কিছু কথা বলো
শনশন বাতাস বয়ে যায় এলোমেলো,
গোপন গহনে নিস্তব্ধ সন্ধ্যার নিবিড়ে
দূর নীলিমায় অপরুপ আবীরে।

কে তুমি গহন অরণ্য
তিমির থেকে তিমিরে বন্য,
যেখানে একাকী সবুজ বৃক্ষে
মন ডুবে যায় হৃদয় আবক্ষে।

ঘন বর্ষনে ভিজে যাও জলে
নিশ্চুপ মন বিরহে কত কথা বলে,
প্রচন্ড খরায় দাউ দাউ আগুনে
অচেনা প্রহর বিরহ ফাগুনে।
কখনও রঙে রঙে রঙিন পাতা
হেমন্ত বিকেলে কবিতার খেরো খাতা।

কে তুমি নির্জনে চপলা চঞ্চলা
সুরের বাঁধনে নিমগ্ন সারাবেলা,
ধীর পায়ে হেটে চলো ভাবনার আবৃতে
ঝুম ঝুম নুপূরে ছন্দে গীতে নৃত্যে।

হৃদয় মন্দিরে সুরের মায়াবী ক্ষণ
শুধুই দুলে যায় প্রেম আবিষ্ট মন।