Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরির আঘাতে যুবককে হত্যা।

admin
ডিসেম্বর ২৭, ২০২৪ ১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি:-

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাডমিন্টন খেলার দ্বন্দ্বে ছুরিকাঘাতে শফিউল্লাহ (১৮) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। ব্রাহ্মণপাড়া থানার ওসি তদন্ত টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের দক্ষিণ ব্রাহ্মণপাড়া খানকা শরীফের পাশে এই ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায় ব্যাডমিন্টন খেলা কে কেন্দ্র করে ব্রাহ্মণপাড়া সদরে এরশাদ মিয়ার ছোট ছেলে সানাউল্লাহ সাথে একই এলাকার জহিরুল ইসলামের ছেলে হৃদয়ের সাথে কথা কাটাকাটি হয় ‌ । এক পর্যায়ে হৃদয় সানাউল্লাহকে চর থাপ্পড় মারে । এ নিয়ে সানাউল্লার বড় ভাই শফিউল্লাহ কয়েকজন লোক নিয়ে বিষয়টি জানতে গেলে হৃদয়ের নেতৃত্বে ৭/৮ জন ছেলে শফিউল্লাহকে ধারালো ছুরি দিয়ে পেটের ভেতর আঘাত করলে ঘটনাস্থলেই শফিউল্লাহ মাটিতে লুটিয়ে পড়ে ‌ঘটনাস্থল থেকে স্থানীয়রা ছফিউল্লাহকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ‌ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করে । এ ব্যাপারে মৃত শফিউল্লাহ বাবা এরশাদ মিয়া বলেন , আমার ছেলেকে পরিকল্পিতভাবে হৃদয় ওর তাঁর সহযোগীরা হত্যা করেছে । আমি তার সুষ্ঠু বিচার চাই ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান, চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শফিউল্লাহ মারা যায় ।

জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের টিম এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে চেষ্টা করছে পুলিশ ।