Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মানবতা সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা অসহায় দরিদ্র দুঃস্থ এতিম মাদ্রাসার ছাত্রদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন।

admin
ডিসেম্বর ২৭, ২০২৪ ৯:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

মোমিন আলি লস্কর দক্ষিণ ২৪পরগনা:-

দক্ষিন ২৪পরগনার জেলার ঢোলার হাট লক্ষ্মীনারায়ণপুর গ্ৰামে লক্ষ্মীনারায়ণপুর চতুষ্পপ্লী হাফিজীয়া নিজামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হল মানবতা সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ।দেশে চলছে কনকনে শীত পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র্য মানুষের কষ্টের সীমা থাকে না এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজ সেবক এবং মানবতা প্রতিষ্ঠানের কর্ণধার জুলফিকার আলী পিয়াদা ।

ইয়া ছাড়া এই প্রতিষ্ঠানের সমাজের কিছু মানব দরদি মানুষ, পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণার সুন্দরবন এলাকা, প্রত্যন্ত ম্যানগ্রোভ বনাঞ্চল এবং অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে এমন অনেক মানুষ আছেন যারা দুঃখ-দুর্দশার মধ্যে জীবনযাপন করছেন। তারা কোনো আশা বা সাহায্য ছাড়াই শীত, ক্ষুধা ও দারিদ্রের মুখোমুখি হচ্ছে। শীত মৌসুম থেকে বাঁচতে তাদের জরুরিভাবে গরম কাপড়, কম্বল প্রয়োজন।
আমি মানবতা সংস্থার সম্পাদক জুলফিকার আলী পিয়াদা আমার জন্মভূমি লক্ষ্মীনারায়ণপুর গ্ৰামে চতুষ্পপ্লী হাফিজীয়া নিজামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আমার সংস্থার পক্ষ থেকে অসহায় দরিদ্র দুঃস্থ ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত করেছি। মাদ্রাসা সর্বমোট আবাসিক ছাত্র ১২০জন । প্রাক্তন পঞ্চয়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ সহরালি পিয়াদা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমাদের এই মাদ্রাসা ১৯৯৬সালে প্রতিষ্টিত হয়। বর্তমান মাদ্রাসা যে স্থানে স্থাপিত হয়েছে তার ভূমিদাতা হলে সমাজ সেবিক এবং মানবতা সংস্থার কর্ণধার জুলফিকার আলী পিয়াদার বাবা সেলিম আহমেদ পিয়াদা ।আমি সকল শ্রেণীর মানুষের কাছে আবেদন রাখবো গরীব দুঃস্থ অসহায় এতিম ছাত্র-ছাত্রী সাহায্যের হাত বাড়ানোর জন্য। তিনি বলেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন “জীবে প্রেম করে যেই জন “সেই জন সেবিছে ঈশ্বর” অর্থাৎ মানুষ কে সেবা করা মানে ঈশ্বর অর্থাৎ আল্লাহ কে সেবা করা।তাই আমি সকল সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন রাখবো অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মানবতা সংস্থার কর্ণধার জুলফিকার আলী পিয়াদা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমি এক জন মুসলিম ধর্মলম্মী মানুষ। আমার মূল কাজ হল অসহায়,দরিদ্র,দুঃস্থ মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রীর পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্যের হাত বাড়ানো। তিনি বলেন আমার জন্মভূমি ঢোলার হাট লক্ষ্মীনারায়ণপুর গ্ৰামে লক্ষ্মীনারায়ণপুর চতুষ্পপ্লী হাফিজীয়া নিজামিয়া মাদ্রাসা ১২০ছাত্র পড়াশুনা করে। আমি জানতে পেরেছি ৫০ জন ছাত্র খুবই অসহায় দরিদ্র পরিবারের ছাত্র ।আমি এই ৫০জন অসহায় দরিদ্র পরিবারের ছাত্রদের হাতে আমার সংস্থার পক্ষ থেকে তাদের জন্য শীতবস্ত্র,কম্বল সংগ্ৰহের জন্য একটি অনুদান অভিযানের আয়োজন করেছি। আমরা আপনাদের মাধ্যমে সকল সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন রাখবো এই মহৎ কাজে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ।এই মাদ্রাসার একটি প্রতিবন্ধী ছাত্র হাতে তিনি শীতের কম্বল তুলেদেন জুলফিকার আলী পিয়াদা। তিনি বলেন আমি এই প্রথম দেখলাম একটি প্রতিবন্ধী ছাত্র আছে ,আমি এই ছাত্রের বিষয় খোঁজ খবর নেব এবং মানবতা সংস্থার পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য করার তা আমি নিজে দায়িত্বে নিয়ে কাজ করবো।
দুঃস্থ এতিম এই সুবিধাবঞ্চিত লোকদের সেবা করার জন্য তাদের অন্ধকার , নিঃসঙ্গ জীবনে কিছু আলো ভালবাসা আনতে নিবেদিত করব। আমরা আপনাকে এই মহৎ কাজে আমাদের সাথে যোগদান করার জন্য অনুরোধ করছি এবং আপনি যা পারবেন তা দান করুন। কোন দান বড় বা ছোট নয়।আমার আর্থিক সুস্থল ভাই সকল কে আমি অনুরোধ করব ক্ষুদ্র ক্ষুদ্র দান একত্রিত হয়ে বৃহৎ দানে পরিনত হবে ।আমরা যারা জাকাত ফেতরা সহ বিভিন্ন রকমের দান খয়রাত করি তাদের কে আমার সংস্থার পক্ষ থেকে অনুরোধ করবো আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের কাজে আরো উৎসাহিত করার জন্য ।

অন্যান্য স্থানের অভাবী মানুষদের শীতবস্ত্র, কম্বল বিতরণে ব্যবহার করা হয়।শীত বস্ত্র কর্মসূচী। গভীর শীতবস্ত্রে আমাদের প্রকৃতি অনেক মানুষ আছে যারা এই শীতে ঘুমায়। শীতের কেনাকাটার টাকা নেই তাদের। আর টাকা রোজগার করার কোনো শর্ত নেই।এই শীতের পোশাকে গরিব অনেক মানুষ উপকৃত হয়েছে। এবং তারা এখন এই শীতে নিশ্চিন্তে ঘুমাতে পারে। আমি এই সংস্থার মাধ্যমে দরিদ্র মানুষের সাহায্য করতে খুব গর্বিত. আর আমি মানুষ যদি আমাদের মত সাহায্য করেন।অনুষ্টানে উপস্থিত ছিলেন মানবতা সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা, মানবতা সংস্থার সদস্য আশরাফুল সরদার, মাদ্রাসার সেক্রেটারি হাফেজ রাজ্জাক গাজী, মাদ্রাসার ক্যাসিয়ার সাইদুল পিয়াদা, প্রাক্তন পঞ্চয়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ সহরালি পিয়াদা,রুলআমিন পিয়াদা সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ গন