Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

স্মার্ট কার্ড বিতরণে স্বেচ্ছাসেবকের দায়িত্বে মোকাম ইউনিয়নের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

admin
ডিসেম্বর ২৭, ২০২৪ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা প্রতিনিধি:-

৬ষ্ঠ ধাপে বুড়িচং উপজেলায় পাঁচ হাজার ভোটারের মধ্যে স্মার্ট কার্ড বিতরণের মধ্যে দিয়ে বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়নে ৩১ হাজার ৫৫৩ জন স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি শেষ হয়। এ সময় স্বেচ্ছাসেবকের দায়িত্বে মোকাম ইউনিয়নের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা ছিল।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টায় নিমসার উচ্চ বিদ্যালয় মাঠে ৮নং এবং ৯ নং ওয়ার্ড ভোটারের মধ্যে এ কার্ড বিতরণ করা হয়। এর আগে গত ২০ ডিসেম্বর আবিদপুর এবং মিথলমা গ্রামে স্মার্ট কার্ড বিতরণের মধ্যে দিয়ে এ কার্ড বিতরণ কর্মসূচি শুরু হয়।

জাতীয় স্মার্ট কার্ড বিতরণ সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কার্যক্রম চলমান ছিল। সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত নারী ভোটারদের মধ্যে এবং বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পুরুষ ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এ সময় মনিপুর,পরিহলপাড়া, কেদারপুর,রূপদি ও পাঁচকিতা গ্রামের মোট ৫১৫০ জন ভোটার নারী ও পুরুষের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। এর আগে ১ নং থেকে ৭নং ওয়ার্ডে মোট ২৬ হাজার ভোটারের মধ্যে পাঁচ ধাপে বিতরণ করা হয়। স্মার্ট কার্ড সংগ্রহে জন ভোগান্তি দূর করতে মোকাম ইউনিয়নের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোট ৩০-৪০ জন প্রতিনিধি সকাল থেকে বিকাল অব্দি কাজ করেন। এছাড়াও বৃদ্ধ ও অসুস্থ রোগীদের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়েছে তারা।

এসময় স্মার্ট কার্ড কার্যক্রম বিতরণে উপস্থিত ছিলেন মোকাম ইউনিয়ন এর বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি ও কুমিল্লা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সদস্য মেহেদী হাসান অপু ও মোকাম ইউনিয়নের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধির মধ্যে শফিউল্লাহ, বাপ্পি, নাহিদ রানা, মন্জুরুল ইসলাম, মামুন, মাঈন উদ্দিন, লিটন, সবুজ, সোহেল রানা, তারেক, সুজন, মেহেদী, মেহেদী ফরাজী,মাহবুব,ফয়েজ,বাশার,শাহিন, আরাফাত, নাহিদ, সাইফুল,রিফাত, আরিফ,রাকিব,সাঈম, শাওন, ইমন, জাবেদসহ ৩০ থেকে ৪০ জন ছাত্রবৃন্দ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

বৈষম্য বিরোধী আন্দোলনের মোকাম ইউনিয়নের প্রতিনিধি মামুন বলেন, নিমসার উচ্চ বিদ্যালয়ে মোকাম ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র জনতার সার্বিক সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। কোনো ধরনের ভোগান্তি ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবক টিম কাজ করেছে। গত ২০ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত আমাদের প্রতিনিধিরা সার্বক্ষণিক কাজ করেন। আমাদের উদ্যােগকে এলাকার সর্বস্তরের জনগণ সাধুবাদ জানিয়েছে। এখানে কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততা ছিল না।স্মার্ট কার্ড বিতরণের জন্য আমাদের বিভিন্ন খাতে অর্থ ব্যয় হয়েছে। যেটা আমরা ছাত্ররাই নিজস্ব অর্থ দিয়ে এ ব্যয়ভার বহন করেছি।

এছাড়াও দুর্গাচর থেকে স্মার্ট কার্ড নিতে আসা এক নারী ভোটার শিউলি আক্তার বলেন, ছাত্র জনতা যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয় তানা হলে আমাদেরকে নানা ভোগান্তি পোহাতে হতো। কোনো রকম ভোগান্তি ছাড়াই আমি স্মার্ট কার্ড হাতে পেছেছি।


স্মার্ট কার্ড বিতরণের নিমসার উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত টেকনিক্যাল ম্যানেজার আল-আমিন মিয়া বলেন, আমরা স্মার্ট কার্ড দুই ধাপে বিতরণ করেছি। প্রথম ধাপে নারী এবং দ্বিতীয় ধাপে পুরুষ। এ কার্যক্রমে ছাত্রদের কাজ থেকে আমরা সার্বিক সহযোগিতা পেয়েছি যার ফলে আমাদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। আমাদের ২৬ জন কর্মকর্তা কাজ করেছে পাশাপাশি শিক্ষার্থীরা ভূমিকা ছিল চোখে পড়ার মতো। যার আজকে স্মার্ট কার্ড নিতে পারে নাই তারা আগামী পাঁচ দিনের মধ্যে মোকাম ইউনিয়ন অফিস থেকে সংগ্রহ করতে পারবে।

উল্লেখ্য ; অনিবার্য কারণে যে সকল ভোটার নির্ধারিত তারিখে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে পারবেন না, সে সকল ভোটারগণ আগামী ০১ জানুয়ারি ২০২৫ তারিখ বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ, বুড়িচং, কুমিল্লা হতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে পারবেন।