আনোয়ারুল কবির বাবলু:…..
***********************************************
ওগো মা তুমি গঙ্গা নাকি মধুমতী
নাকি সবুজ বনানী ঘেরা উঁচু নিচু পাহাড়ের নয়ন জুড়ানো রুপ।
কেন তোমার নয়নে বইছে লুনা জলের ঢেউ
তুমি কেন আজ নিথর, নিরব বাকহীন
কেন জ্বলছে তোমার হাসি মাখা মুখ
কেন আজ মলিন তোমার উজ্জ্বল বদন খানি
সমস্ত দেহ আজ ঝলসানো রুটির মত
কারা তেমাকে করেছে এমন বিভৎস
কারা জ্বালিয়েছে তোমার দেহ, অঙ্গ প্রত্যঙ্গ
কারা পুড়িয়ে দিয়েছে তেমার লাল সবুজে সাঁজানো জমিন
কোন কুলাঙ্গারেরা পুড়িয়ে দিয়েছে তেমার অন্তর্বাস।
ওগো মা তুমি শান্ত থাকো দিওনাকো অভিশাপ
এখনও আছে তোমার লক্ষ কোটি আদর্শ সন্তান
তোমারে ছিনিয়ে এনেছি মোরা জীবনের বিনিময়ে
হারাতে দিবনা কোনদিন, যায় যদি প্রান।
ওগো মা, তুমি আজ অরক্ষিত
তোমাকে আকরে ধরেছে পরাজিত শত্রুর দল
খামছে ধরেছে তোমার শাড়ির আঁচল
খোবলে খেতে চায় হিংস্র শকুনেরা
জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিতে চায়
রাক্ষস পুরীর ক্ষুধার্ত রাবন।
ওগো মা তুমি আজ বিপন্ন, অসহায়, মজলুম
ভয় নেই মা, তেমার আছে শান্তি প্রিয় সন্তানেরা
তেমারে বাঁচতে, তোমার মুখে হাসি ফোটাতে
নির্ভয়ে মরতে পারে, তোমার সন্তানেরা
ওগো আমার বাংলা মা।