Crime News tv 24
ঢাকাশনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নগরীর কলাপট্টি এলাকায় চুরির প্রতিবাদ করা ৭০ বছরে বৃদ্ধা নারিকে পিটিয়ে জখম করে ও দোকান ভাঙচুর।

admin
ডিসেম্বর ২৮, ২০২৪ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ-

বরিশাল নগরীর পোর্টরোড কলাপট্টি এলাকায় চুরির প্রতিবাদ করায় সুফিয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধা নারীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।এ সময় সুফিয়া বেগমকে মারধর করে তার ছোট্ট দোকানটি ভাঙচুর করে ও টাকা পয়সা লুটপাট চালায় প্রতিপক্ষরা।আহত সুফিয়া বেগম কলাপট্টি ৬ নং ওয়ার্ড এলাকার মৃত আজিজ বেপারীর স্ত্রী। গত বৃহস্পতিবার রাত দুইটায় পোর্টরোড ব্রিজের উপরে বসে এ হামলার ঘটনা ঘটে।পরে স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্ররেণ করে।এ বিষয়ে আহত সজনরা সাংবাদিকদের জানায়,৬ নং ওয়ার্ড কলাপট্টি এলাকার সেকেন্দার হাওলাদারের স্ত্রী ফুলবানু কোথা থেকে একটি সাজী চুরি করে নিয়ে আসে। তখন ফুলবানুর মাথা থেকে রক্ত ঝরছিল।

এ সময় সুফিয়া বেগম, ফুলবানুকে উদ্দেশ্য করে বলে কোথা থেকে সাজি চুরি করে এনেছে এবং তোমার মাথা থেকে কেন রক্ত পড়ে জানতে চাইলে ক্ষিপ্ত হয় ফুলবানু। এ সময় ফুলবানু হাতে থাকা একটি লাঠি দিয়ে সুফিয়া বেগমের দোকান ভাঙচুর করে। এতে সুফিয়া বেগম প্রতিবাদ করলে প্রতিপক্ষ ফুলবানু তার ছেলে মাহবুব ও আবু বকর সহ অজ্ঞাত আট দশজন লাঠি সোটা নিয়ে সুফিয়া বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর রকম করে।পরে আহতর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সুফিয়াকে হাসপাতালে ভর্তি করে।বর্তমানে আহত সুফিয়া বেগম শেবাচিমের মহিলা সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এদিকে নিজেদের দায় এড়াতে প্রতিপক্ষ ফুলবানু সেই তার আগের  ফাটানো মাতা দেখিয়ে হাসপাতালে ভর্তি হয়।ও প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়।

আহতরা আরো জানায় ফুলবানু বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে মালামাল চুরি করে নিয়ে আসে এবং এই নিয়ে এলাকায় একাধিকবার ঝই ঝামেলা হয়েছে।

এদিকে গুরুতর আহত সুফিয়া বেগমকে পাশে তার নাতি ইতি নানির সহযোগিতা করতে আসলে প্রতিপক্ষ ফুলবানুর ছেলে মাহাবুব, ও আবু বক্কর বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়।বর্তমানে আহত সুফিয়া বেগম ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে আহত পরিবারটি প্রশাসনের সহযোগিতা কামনা করছে।