মোঃ কাউছার পাটোওয়ারী বিশেষ প্রতিনিধি:-
সোনারগাঁয়ে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে হেল্পিং হ্যান্ড উদ্যোগে শুক্রবার উপজেলার মোগরাপাড়ার কাইকৈরটেক রবিন সাহেবের এলাকায় প্রায় ৫০০ জন শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেয়া হয়।এনামুল হক রবিন এর সভাপতিত্বে ও শাইফুল সরকার সেলিম এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল,পৌর বিএনপির সাবেক সভাপতি তপন কমিশনার,এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরে আলম মুকুল,কাজী মন্জুর কাদির মেম্বার,ফারুক আহমেদ তপন,নূরে ইয়াসিন নোবেল,কাজী রতন,কাজী হেলাল,কাজী সাতিল,কাজী রোমেল,কাজী সাদ্দম,গাজী জুলহাস,কাজী তুহিন,কাজী ফাহাদ,সুমন মোল্লা
হেল্পিং হ্যান্ডের শাহাদাত,নাজিম,সালাম সরকার মাস্টার, জনি,সিয়াম আল হাসান,হুমায়ন মাস্টারসহ প্রমুখ।
প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ,যাদের শীতবস্ত্র নেই,শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই,এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভাপতি এনামুল হক রবিন বলেন,সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন,আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।