দিনাজপুর প্রতিনিধি:-
যুক্তরাজ্য বিএনপি'র সহ-সভাপতি,বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী,লন্ডন প্রবাসী ও ফুলবাড়ীর কৃতি সন্তান ব্যারিস্টার কামরুজ্জামান এর আগমন উপলক্ষে ফুলবাড়ী উপজেলা বিএনপি'র পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয়।
২৮ডিসেম্বর(শনিবার)বিকেল ৩টায় ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মাওলানা নবিউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য,জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপি'র সভাপতি শিল্পপতি এ.জেড.এম রেজওয়ানুল হক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি'র সভাপতি এ্যাড.মোফাজ্জল হোসেন দুলাল।প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,দিনাজপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যথাক্রমে জেলা বিএনপি'র সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু ও মোকাররম হোসেন,জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না,ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দিনাজপুর জেলা বিএনপি'র উপদেষ্টা শিল্পপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি।
এছাড়াও ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন,উপজেলা ফুলবাড়ী উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম মিলন।