মো.,এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ-
নরসিংদীর মনোহরদীতে শিক্ষা প্রেরণা ছাত্র কল্যাণ বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৮ ডিসেম্বর)ইউনিভার্সিটি টুডেন্টস্ ফোরাম এর আয়োজনে খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে ছাত্র কল্যাণ বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল-জিহান।
খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.খলিলুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে খিদিরপুর কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.নাজিম উদ্দীন,খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মো.সিদ্দিকুর রহমান,রামপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.হেলাল উদ্দীন বিএসসিসহ অন্যান্য সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী,বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।সবশেষে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।