কলমে রিতুনুর
২৯।১২।২০২৪ ইংরেজি
নীলিমার নীল আকাশের গাঁয়ে
নদীর বুকে জল,
প্রকৃতিতে এতো শোভা
কে এনেছে বল?
হৃদয়ে তৃপ্তি চোখের প্রসন্নতা
সবুজ পাতা দেখলে বাড়ে,
বৈরি বাতাস টুপ করে এসে
যখন ডালপালা নাড়ে-চাড়ে।
এমন দৃশ্য দেখলে
সবার নজর করে।
বনের দুষ্টু কোকিল ভ্রমরের গান,
শুনলে জুড়িয়ে যায় প্রাণ।
প্রকৃতি কি অপরূপ
সৌন্দর্যের লীলাখেলা
মৃত্যুর পরে আমায় তোরা
এই মাটিতেই পুঁতে ফেলা।
খেজুর গাছে চিরল পাতা
আর রসের হাড়ি,
সোঁদা মাটির গন্ধ ছড়িয়ে যাচ্ছে বাড়ি বাড়ি।
এমন নীলাম্বরী প্রকৃতি দেখলে
হৃদয় হয় সুশীতল আমার বক্ষ হয় পিতল।।