মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার:-
পূনরায় গ্রেফতার এড়াতে মৌলভীবাজার জেলা কারাগারের বাহিরের দেয়াল টপকিয়ে পালালেন কনকপুর ইউপি চেয়ারম্যান রুবেল উদ্দিন।
কারাগারের মৃল ফটকের সম্মুখে গোয়েন্দা পুলিশ (ডিবি) টের পেয়ে তিনি এমন কান্ড ঘটিয়েছেন। বিষয়টি এখন মৌলভীবাজার জেলায় টক অব দ্যা টাউন।
শুক্রবার ২৭ ডিসেম্বর দুপুর ১২ টার দিকে সদর উপজেলার গোমড়া এলাকার জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে এই ঘটনাটি ঘটে।
জানা যায়, গত ৩০ অক্টোবর মৌলভীবাজার বৈ’ষ’ম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায়সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দিনকে আটক করে র্যাব।
শুক্রবার ২৭ ডিসেম্বর ১ মাস ২৭ দিন কারাভোগ করার পর জামিনে মু-ক্তি পান রুবেল। মুক্তির পর জেলা কারাগারের মূল গেইট থেকে বের হলে গোয়েন্দা পুলিশের উপস্থিত টের পেয়ে পুনরায় গ্রে-ফ-তা-র এড়াতে কারাগারের দক্ষিণ পাশের দেয়াল টপকিয়ে পালিয়ে যান।
বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানা গেছে, তার বি’রু’দ্ধে শ্রীমঙ্গল, কুলাউড়া ও মৌলভীবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে।
মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মোঃ মজিবুর রহমান মজুমদার মৌলভীবাজার বিষযটি নিশ্চিত করে তিনি জানান, যথাযথ নিয়ম অনুযায়ী কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।
তবে দেয়াল টপকিয়ে পালানোর পথ দেখিয়ে দেয়ার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত রয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। দেয়াল টপকিয়ে পালানোর বিষয়টি এখন পুরো মৌলভীবাজার জেলা জুড়ে মুখে মুখে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।