আবুল কালাম আজাদ ,বিরল(দিনাজপুর)প্রতিনিধি:-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর আয়োজনে উপজেলা প্রশাসন, বিরল এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) কর্তৃক বাস্তবায়নে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী বিরল উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে, সেমিনার ও কনফারেন্স এর শুভ উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর সিনিয়র সহকারী সচিব ফারজানা রহমান। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বিসিএসআইআর এর সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. উম্মে শারমিন আক্তার ও থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম বক্তব্য রাখেন। উপজেলা সমাজসেবা অফিসার আনিছুর রহমান এর সঞ্চালনায় সাইন্টিফিক অফিসার মেহেদী হাসান।
এসময় সেমিনারে প্রদর্শনী স্টোলের মাধ্যমে বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তি তুলে ধরেন কাচ ও সিরামিক গবেষণা ও পরীক্ষণ ইনস্টিটিউট (আইজিসিআরটি), উপজেলা কৃষি অধিদপ্তর, বিরল সরকারি কলেজ, বোর্ডহাট মহা বিদ্যালয়, মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়, ফরক্কাবাদ এন আই স্কুল এন্ড কলেজ, বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।