বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের বালক -বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২৯ ডিসেম্বর সকাল ১০ টায় হেলিপ্যাড মিনি স্টেডিয়াম মাঠে শুভ উদ্বোধন করা হয়েছে।
এ শুভ উদ্বোধনের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা অফিসার রাহিম উদ্দিন। আরও বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, জামায়াতের সেক্রেটারি রজব আলী, প্রেসক্লাব আহবায়ক ছবিকান্ত দেব, প্রধান শিক্ষক ইয়াকুব আলী সহ শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার এবং প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণকারী ইউনিয়ন পর্যায়ে চাম্পিয়ান দলসমূহ ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার জাহিদুর রহমান জাহিদ।
খেলায় বাচোর ইউনিয়নের আমজুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলা অনুষ্ঠিত হয়। এতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩_৪ গোলে জয়ী হয়।