মোঃ শিহাব উদ্দিন জেলা প্রতিনিধি:-
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম বিটুলকে নিজ গ্রাম আড়ুয়াকান্দি বাড়ির সামনে থেকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশের একটি চৌকস দল।
আজ রবিবার ( ২৯ ডিসেম্বর) রাত ৮ টার সময় উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রাম থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওড়াকান্দি ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান।
ওসি শফিউদ্দিন খান জানান, ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুলকে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় বিএনপি নেতা দিদার হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেন।