মো: সুজন আহম্মেদ শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধি:-
ভাষা সৈনিক, বিজ্ঞানী আব্দুল লতিফ এর ৭ম মৃত্যুবার্ষিকী আজ ৩০ ডিসেম্বর। ২০১৭ সালের ৩০ ডিসেম্বর ৮৯ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। বিজ্ঞানী আব্দুল লতিফ শৈলকুপার আগুনিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। প্রিয়দেশ, জন্মভূমির মাটি ও মানুষকে ভালোবেশে বিদেশের বিলাসিতার জীবন পরিত্যাগ করে বার্ধ্যক্যে এসে নিজ গ্রাম শৈলকুপার আগুনিয়াপাড়া গ্রামে অনেকটা নিঃসঙ্গ জীবন যাপন করতেন তিনি। শৈলকুপার এই কৃতি মানুষটিকে গণমুখী বিজ্ঞান চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ড. ওয়ালিউজ্জামান ফাউণ্ডেশন ২০১৫ সালে তাঁকে সম্মাননা প্রদান করে। ২০১৬ সালে শৈলকুপা নাগরিক কমিটি তাঁকে অনুরূপ নাগরিক সংবর্ধনা প্রদান করে।
মৃত্যুর ৬ বছরকাল অতিক্রম করছে সেই সাথে তাঁর স্মৃতিও হারিয়ে যেতে বসেছে। বিজ্ঞানী আব্দুল লতিফ মহান ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট এর ছাত্র ছিলেন। শৈলকুপার এই কৃতি মানুষটি অনেকটাই নিরবে নিভৃতে জীবনকাল অতিক্রম করেছেন। মহান এই মানুষটির স্মৃতি রক্ষায় তাঁর নামে এলাকার কোনো স্থাপনা বা রাস্তা-ঘাটের নামকরণ করে অথবা স্মৃতিকেন্দ্র গড়ে তোলা উচিত। এ ব্যাপারে পরিবার ও সুধিজনের এগিয়ে আসার আহ্বান সুধিজনের। আব্দুল লতিফ এর ভাগিনা অধ্যাপক ফারুকুর রশীদ বলেন বিজ্ঞানী আব্দুল লতিফ এর স্মৃতি রক্ষায় কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তার নামে একটি শিক্ষাবৃত্তি, গরীব ও অসহায় মানুষকে চিকিৎসাসেবা সহ নানামুখী কর্মসূচী নেওয়া হয়েছে।