নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ-
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কে এম বশির উদ্দিন তুহিন। তিনি নাসিরনগর উপজেলা জাতীয়তাবাদী দল(বিএনপি) এর সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘ বছর যাবত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা থেকে বিএনপি’র একজন পরিক্ষিত সৈনিক সৎ ও নিষ্ঠার সহিত দলীয় ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন।
কে এম বশির উদ্দিন তুহিন জিসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি নির্বাচিত হওয়ায় নাসিরনগর উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।