Crime News tv 24
ঢাকাসোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পলাশবাড়ীর সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানকে চট্টগ্রাম বিভাগে বদলী।

admin
ডিসেম্বর ৩০, ২০২৪ ১২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

সাংবাদিক শিরিন গাইবান্ধা জেলা  প্রতিনিধি:-

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুল হাসানকে চট্টগ্রাম বিভাগে বদলী করা হয়েছে।

তিনি গত ১৬ জুলাই ২০২৩ সালে পলাশবাড়ী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করে অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছিলেন।

মোঃ কামরুল হাসান বিগত সময়ে উপজেলার সকল দপ্তর, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ সর্বস্তরের মানুষের সাথে অত্যন্ত নিবিরভাবে কাজ করেছেন।

উপজেলার সকল দপ্তরের সাথে তার দাপ্তরিক কাজের ক্ষেত্রে দারুন সমন্বয় ছিল। তার সময়ে পলাশবাড়ী উপজেলায় দৃশ্যমান উন্নয়ন সম্পন্ন হয়।

বিশেষ করে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা বিতরণসহ সকল সরকারী সেবা সহজীকরনের জন্য তিনি নানা মহলে প্রশংসিত হন।

একজন সৎ ও দক্ষ কর্মকর্তা হিসাবে উপজেলা জুড়ে তার সুনাম রয়েছে।

মানুষের সাথে হাসিমুখে কথা বলা, সেবাপ্রার্থীগণের কথা গুরুত্ব দিয়ে শুনার কারণণে নিয়োগ পাওয়ার অল্প দিনের মধ্যেই উপজেলার সর্স্তরের মানুষের মধ্যে তার সুনাম ছড়িয়ে পরে।

গত ২৬ ডিসেম্বর ২০২৪ মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাঠপ্রশাসন ২ শাখার উপসচিব জনাব আমিনুল ইসলাম এর স্বাক্ষরিত পত্রে তিনিসহ সাত জন কর্মকর্তাকে ইউএনও হিসাবে চট্টগ্রাম বিভাগে বদলী করা হয়।

প্রশাসনের নিয়মিত বদলী প্রক্রিয়ার অংশ হিসাবেই তাকে চট্টগ্রাম বিভাগে বদলী করা হয়েছে।