মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:-
গোপালগঞ্জের কাশিয়ানীতে অনুমোদনহীন কীটনাশক ও গো খাদ্য বিক্রি করায় মাজড়া বাজারের কীটনাশক ও সার ব্যবসায়ী ইয়াসিন মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত। আজ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাজড়া বাজারে অভিযান চালিয়ে অনুমোদন হীন গাজী এগ্রো কেয়ারের তৈরী গাজী জিংক ও গাজী এগ্রোভেট নামের
দুটি কৃষি গো খাদ্যর ৩৯০ কে, জি,মাজড়া বাজারের ব্যবসায়ী ইয়াসিন মোল্লার ব্যাবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসকল কৃষিপন্য উদ্ধার করা হয়। এসময় মতিন কীটনাশক ও গো খাদ্য বিক্রি করায় ইয়াসিন মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত অনুমোদনহীন কীটনাশক ওকো খাদ্য উদ্ধারে ঘটনাটি নিশ্চিত করেন এবং বলেন অনুমোদনহীন কীটনাশক ও ভেজাল গো খাদ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে আস্বস্ত করেন।
এসময় আর ও উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা কৃষি অফিসার কাজী এজাজুল করিম,উপসহকারী কৃষি অফিসার আবু সুফিয়ান,মোঃ মামুন মৃধা,মোঃ মাযাহার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।