Crime News tv 24
ঢাকাসোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চান্দিনার মাধাইয়া বাজারে ভয়াবহ আগুন; শতাধিক দোকান পুড়ে ছাই,ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামায়াত।

admin
ডিসেম্বর ৩০, ২০২৪ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা প্রতিনিধি:-

কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে একেবারেই ছাই হয়ে গেছে।

রোববার (২৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে একটি মিষ্টি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, এ অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষ’তির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১২টার দিকে হঠাৎ বাজারের একটি দোকানে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পুরো বাজারে। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ শুরু করলেও, আগুন ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এরপর পুড়ে ছাই হয়ে যায় একের পর এক দোকান। এমনকি, আগুনের তীব্রতা ছড়িয়ে পড়লে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচলও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস জানান, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় দাউদকান্দি এবং কুমিল্লা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যুক্ত হন। প্রত্যেক স্টেশনের দুটি করে তিন স্টেশনের ছয়টি ইউনিট কাজ করে। সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা বাজারে ছড়িয়ে পড়ে।

ব্যবসায়ীরা জানান, আগুনে আমাদের সব কিছু পুড়ে গেছে।দোকানগুলোতে আমাদের কোটি টাকার মালামাল ছিল।আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন, চান্দিনা উপজেলা জামাতের আমির মিজানুর রহমান, জামায়াতের নেতা আব্দুর রহমান, ইলিয়াস হোসাইন।