সাংবাদিক শিরিন গাইবান্ধা জেলা প্রতিনিধি:-
কুমেদপুর গ্রামের সোহেল মিয়ার পুত্র ওমরসালিন (২) সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন । সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ২ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন, ”ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” । এলাকাবাসীর সূত্রে জানা যায়, বাড়ীর সামনে বাচ্চাদের সাথে খেলাধুলা করছে, দুপুরে বাড়ীতে গোসল করার উদ্দেশ্যে রাস্তা পারাপার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে, খালাশপীর থেকে আলু বোঝাই করা মিশুক বড় দরগাহ্ যাওয়ার সময় কুমেদপুর স্থানে ঘটনাটি ঘটে । অটো ভ্যান চালকের বাড়ী উল্লাহগাড়ী গ্রামে, বর্তমানে অটো মিশুকটি আটক ।