Crime News tv 24
ঢাকাসোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রের পরিবার’কে বিজিবির একজোড়া মহিষ প্রদান।

admin
ডিসেম্বর ৩০, ২০২৪ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নাহিদ পোরশা( নওগাঁ) প্রতিনিধ:-

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসন এর জন্য বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক গৃহিত কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক এক ব্যক্তি কে একজোড়া মহিষ প্রদান করা হয়েছে।

সোমবার বিকেল ৫টায় নওগাঁর মান্দা উপজেলার নাহিদ হাসান (২৬) নামের বৈষম্য বিরোধী আন্দোলনে এক আহত ছাত্রের বাবাকে ওই মহিষ প্রধান করা হয়।

নাহিদের বাবা সাইদুর আলম এর বাড়ি মান্দা উপজেলা পিড়াকৈর গ্রামে। নাহিদ গত ২০ জুলাই ২০২৪ তারিখ ছাত্র আন্দোলনের সময় রামপুরা বনশ্রী এলাকায় পিঠে গুলিবিদ্ধ হলে গুলি তার ফুসফুস, খাদ্যনালী, মল নাড়ী ছিদ্র হয়ে বুক দিয়ে বের হয়ে যায়। বর্তমানে সে সিএমএইচ, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার বাবা সাইদুল কৃষি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। তার পরিবারকে সাবলম্বী করার নিমিত্তে চাষাবাদ করার জন্য নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক ০২ (দুই) টি গবাদিপশু (মহিষ) প্রদান করেন। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃপক্ষ জানান, ইতিপূর্বেও সামাজিকভাবে তারা সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেই মানুষের কল্যাণের জন্য কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।