Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে থামানোই যাচ্ছে না অবৈধভাবে বালু উত্তোলন।

admin
ডিসেম্বর ৩১, ২০২৪ ১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:-

গোপালগঞ্জে থামছে না অবৈধভাবে আত্মঘাতী  ড্রেজার দিয়ে  বালু উত্তোলন, প্রশাসনের অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকা সত্ত্বেও থামছে না ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন।  জেলা ও উপজেলা প্রশাসন প্রায়ই অভিযান পরিচালনা করলেও প্রভাবশালীদের সমন্বয়ে গঠিত শক্তিশালী সিন্ডিকেটের সঙ্গে কোনোভাবেই পেরে উঠছে না। এভাবে চলতে থাকলে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবাদী সংগঠনগুলোর নেতৃবৃন্দ। তারা বলেন, কেবল জেলা ও উপজেলা প্রশাসন নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সব পর্যায়ের দায়িত্বরতরা এবং স্থানীয়ভাবে সচেতন মহল রুখে না দাঁড়ালে এ সিন্ডিকেট মোকাবিলা করা যাবে না। কেননা অবৈধভাবে কোটি কোটি টাকার বাণিজ্যের এ ব্যবসা পরিচালিত হচ্ছে বিভিন্ন দেন-দরবারের মাধ্যমে।খোঁজ নিয়ে জানা গেছে, গোপালগঞ্জের কিছু কিছু নিচু এলাকায়  অবাধে বালু উত্তোলনের কারণে  তীরবর্তী ফসলি জমির তীব্র ভাঙনের মুখে পড়তে হচ্ছে আশেপাশের বাসিন্দাদের।স্থানীয়দের অনেকে বলছেন, সামান্য খরচে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে তা অনেক বেশি মূল্যে বিক্রি করা হচ্ছে। এমন লাভের কারণে বালু দস্যুরা বিশেষ কৌশলে বিভিন্ন মহলকে ম্যানেজ করে বালু উত্তোলন অব্যাহত রেখেছে।খোঁজ নিয়ে জানা যায় গোপালগঞ্জে আনুমানি ৩ ০০থেকে ৪০০ অবৈধ আত্মঘাতী  ড্রেজার  আছে, নাম প্রকাশে অনিচ্ছুক, এক ব্যক্তি জানান, ভূমি অফিস থেকে, এসে শুধু পাইপ ভেঙে  দিয়ে যায়, যদি এমন হতো যে শুধু পাইপ ভাঙ্গা না, ড্রেজার মেশিন, সহ নিয়ে যেত প্রশাসন তাহলে ব্যবসায়িকরা, এ ব্যবসা থেকে সরে যেত, প্রশাসনের সদৃষ্টি আশা করছি।