মোঃ কাউছার পাটোওয়ারী বিশেষ প্রতিনিধি:-
সোনারগাঁ উপজেলা কাঁচপুর ইউনিয়নের কৃতিসন্তান আব্দুল্লাহ হক শাকুর সোনারগাঁসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।
Happy New Year 2025.
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ৩১ ডিসেম্বর ফেসিবাদের কবর রচনার ঘোষণা পত্রের মধ্যদিয়ে ২০২৪ সালকে বিদায় জানিয়ে, নতুন করে নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানাই।সকলকে উদ্দেশ্যে করে তিনি বলেন, পরিবারের ও দেশবাসীর সকল পরিবারের সাথে একসাথে নতুন বছরকে বরণ করি। আসুন আমরা চেষ্টা করি পুরোনো বছরের সকল দুঃখ- কষ্ট দুর্দশা কে ভুলে গিয়ে ও তার থেকে শিক্ষা নিয়ে- নতুন বছর নতুন দিনে ঈমানী চেতনায় বলিয়ান হয়ে আমাদের দেশকে গড়ায় মনযোগী হই।হে প্রিয় সোনারগাঁবাসী, এ বছর আপনাদের জীবন হোক আরও সুন্দর, আরও আনন্দময়। সকল ভালো কাজের জন্য শুভ কামনা রইল। হ্যাপি নিউ ইয়ার ২০২৫ ইং, আমিন।