মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ-
নরসিংদীর মনোহরদীতে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খিদিরপুর কিন্ডারগার্টেন এণ্ড হাই স্কুলে’র বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(৩১ ডিসেম্বর)খিদিরপুর কিন্ডারগার্টেন এণ্ড হাই স্কুল এর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কটিয়াদী সরকারী কলেজ এর সাবেক অধ্যক্ষ মো.মুজিবুর রহমান এর সভাপতিত্বে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো.জাকির হোসেন খোকা এর সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো.জলিল মিয়া,নরসিংদী জেলা কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফেডারেশন এর সাধারণ সম্পাদক ও বারৈচা অনার্স কলেজ এর সহকারী অধ্যাপক মো.মুজিবুর রহমান,খিদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন ভূঁইয়া,খিদিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-সম্পাদক আহাদুল করীম সরকার,খিদিরপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো.শাহ্জাহান,ইউনিয়ন যুবদলের ২ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলী প্রমূখ।
এ সময় সুশীল সমাজের ব্যক্তিবর্গ,বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী,অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে অতিথিবৃন্দ প্লে থেকে নবম শ্রেণীর ১ম,২য়,৩য় স্থান ও এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।