Crime News tv 24
ঢাকাবুধবার , ১ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আরসিসি ঢালাইয়ের নিচে নিখোঁজ টিকটকার নারীর মরদেহ উদ্ধারে র‍্যাব।

admin
জানুয়ারি ১, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:-

গাজীপুরের শ্রীপুরে এক টিকটকার নারীকে হত্যার পর মরদেহ নির্মানাধীন তিন তলা ভবনের নিচে আরসিসি ঢালাই দেয়ার খবরে উদ্ধার অভিযান চালাচ্ছেন র‍্যাব-১

মঙ্গলবার ৩১ ডিসেম্বর সকাল ১০টায় শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বেড়াইদেরচালা এলাকায় আব্দুল লতিফের নির্মানাধীন বহুতল ভবনের নিচ তলার বিল্ডং এর পেছনের অংশে আরসিসি ঢালাই ভাঙ্গার কাজ শুরু করে র‌্যাব জানায়, গত ২৭ ডিসেম্বর গাজীপুরের শ্রীপুর থানায় মোছাঃ তাছলিমা আক্তারের বাদী হয়ে তার মেয়ে মোছাঃ সুমাইয়া আক্তারের নিখোঁজ সংবাদে মামলা দায়ের করেন। মামলায় আসামীরা হলো গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের হানিফ (৪০) ও শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি গ্রামের জহির উদ্দিনের ছেলে মোঃ জয়নাল আবেদীন (৩৮)। এছাড়া আরও ৩/৪ জনের নাম অজ্ঞাত হিসেবে মামলায় উল্লেখ করেন। থানায় মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্প মামলার তদন্ত শুরু করেন। তদন্তের একপর্যায়ে আসামী জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করে ও তাকে জিজ্ঞাসাবাদ করেন র‌্যাব পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা। এক পর্যায়ে গ্রেপ্তার হওয়া জয়নাল আবেদীন র‌্যাবেক জানান, টিকটকার সুমাইয়াকে হত্যার পর বেড়াইদেরচালা এলাকায় আব্দুল লতিফের নির্মানাধীন তিন তলা ভবনের পেছনে একটি স্টোর রুমের নিচে দুই স্তরের আর সি সি ঢালাই করে চাপা দিয়ে রাখা হয়েছে। এমন খবরে র‌্যাব-১ সদস্যরা মঙ্গলবার সকাল ১০টায় ওই বাড়ির ছোট স্টোর রুমের মেঝে ভেঙ্গে মরদেহ উদ্ধারে অভিযান চালাচ্ছে। দীর্ঘ কয়েক ঘণ্টা বালুর নিচে তল্লাশি করেও নারীর মরদেহ পায়নি র‌্যাব-১ এর সদস্যরা। তবে র‌্যাব-১ এর পোড়াবাড়ী কোম্পানি কমান্ডার জন্নুরাইন বিন আলম জানান, তাদের কাছে গ্রেপ্তার ৩ জনের মধ্যে যে কেউ মরদেহ সরিয়ে ফেলেছে।

গ্রেপ্তার ৩ জন এবং ঐ নারীর স্বামী হানিফ ফাসেক, আনিছুর রহমান ও ভবন মালিক আব্দুল আউয়ালকে জিজ্ঞাসাবাদ করে পূণরায় অভিযান চালাবেন বলেও জানান। এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবদীন মন্ডল এর কাছে হস্তান্তর করেন । এ সময় জয়নাল আবেদীন মন্ডল জানান, তাদের সবাইকে একত্রে পুলিশ জিজ্ঞাসা করবে। হত্যার রহস্য উন্মোচন হবে বলেও আশাবাদী।