নিজস্ব প্রতিবেদকঃ-
বরিশাল বন্দর থানাধীন চরাআইচা গ্রামে পাওনা টাকা চাওয়ায় বকাটে মাদক সেবীদের হামলা এক যুবক গুরুতর আহত হয়েছে।গত সোমবার ও মঙ্গলবার দুই দফা এ হামলার ঘটনা ঘটে।এতে সবুজ জমাদ্দার (১৭) নামের এক যুবক আহত হয়েছে। আহত সবুজ জমাদ্দার চরআইচা গ্রামের মজিবুর রহমানের ছেলে।
পরে স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।আহত সূত্রে জানা গেছে, সবুজ জোমাদ্দারের দোকান থেকে পার্শ্ববর্তী হেলাল মিয়ার ছেলে আব্দুল বিভিন্ন সময় বাকিতে সিগারেট নিয়ে পার্শ্ববর্তী বাগানে প্রবেশ করে মাদক সেবন করে। আর এ নিয়ে স্থানীয়রা সবুজের উপর প্রভাব দেখালে সবুজ, আব্দুলের কাছে পাওনা টাকা চায় এবং তাদের বাগানে ঢুকে মাদক সেবন করতে নিষেধ করে।
আর এ নিয়ে কথা কাটাকাটি হলে ক্ষিপ্ত হয় আব্দুল ও তার সাঙ্গপাঙ্গরা।সোমবার দিন রাতে বাড়ির পার্শ্ববর্তী এক মৃত্যের বাড়ি থেকে আসার পথে সবুজ জুমারদেরকে পথরোধ করে এবং মারধরে চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাদের ছাড়িয়ে দেয়।
পরবর্তীতে মঙ্গলবার দিন সন্ধ্যা ৭ টায় সবুজ জোমাদ্দার কে একা পেয়ে প্রতিপক্ষ হেলাল মিয়ার ছেলে আব্দুল, রাহাত, রিমন, সহ অজ্ঞাত ৮-১০ জন লোহার রড ও পাইপ দিয়ে সবুজ জোমাদ্দারকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।বর্তমানে আহত সবুজ শেবাচিমের সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।