চুয়াডাঙ্গা প্রতিনিধি:-
(০১-০১-২৫):ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সাহিত্য পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো সাহিত্য পরিষদ চত্বরে ফিরে আসে। এরপর ছাত্রদলের নেতাকর্মীদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ।
এ সময় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, জেলা ট্রাক ও ট্রাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রদলের সিরিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ।