Crime News tv 24
ঢাকাবুধবার , ১ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ জেলা পরিষদে দুদকের  অভিযান ।

admin
জানুয়ারি ১, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:-

গোপালগঞ্জে কাশিয়ানীতে ৩ কিলোমিটার এইচবিবি (ইট বিছানো) সড়ক ও ৩টি খালের উপর ৩টি ব্রীজ নির্মাণ কাজ সম্পন্ন না করে বিলের সমুদয় অর্থ উত্তোলন করার ঘটনায় জেলা পরিষদের অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

আজ বুধবার সকালে দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ কায্যালয়ের উপ-পরিচলক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করেন।

দুর্নীতি দমন কমিশন কায্যালয়ের উপ-পরিচলক মো. মশিউর রহমান বলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের মাইজকান্দি থেকে আড়কান্দি গ্রাম পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এইচবিবি (ইট বিছানো) সড়ক ও ৩টি খালের উপর ৩টি ব্রীজ নির্মাণ কাজ সম্পন্ন না করে জেলা পরিষদের কর্মকর্তা ও ঠিকাদার বিলের সমুদয় অর্থ উত্তোলন করে আত্মসাৎ করে বলে অভিযোগ ওঠে। পরে আজ অভিযান চালিয়ে ফাইলপত্র যাচাই বাছাই করে অর্থ আত্মসাতের প্রমাণ মেলে। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে এবং পর্বর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেলা পরিষদের সাবেক সহকারী প্রকৌশলী মনির হোসেন বলেন, যে সময় ব্রীজের কাজ হয় তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। এর ব্রীজের কাজ করেছে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম। তিনি ব্রীজের কাজ শেষ না করে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে  ফাইলে সই করিয়ে অর্থ তুলে নেয়ে।

তিনটি ব্রীজ নির্মাণ হলেও সংযোগ সড়ক নির্মাণ না করায় বিগত ৯ বছর ধরে তিন গ্রামের জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সংযোগ সড়ক না থাকায় ব্রীজ দিয়ে পারাপারের সময় পা হারিয়েছেন মুরাদ তালুকদার নামের এক দিনমজুর।