সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত বুধবার (০১ জানুয়ারী) স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ সচিব আবু সাঈদের স্বাক্ষরিত একটি আদেশে বদলী করা হয়েছে ।
আদেশ সূত্রে জানা যায়, সুপারনিউমারারি পদে এসপি হতে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত হয়েও হেডকোয়ার্টার এন্ড ফিন্যান্সের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইলতুৎ মিসকে সুনামগঞ্জে পুলিশের অগুরুত্বপূর্ণ ইউনিট হিসেবে পরিচিত ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে, ট্রাফিকের ডিসি মোহাম্মদ ইব্রাহীম খানকে সিআইডি’র পুলিশ সুপার, গাজীপুর মহানগর গোয়েন্দা ডিবি উত্তরের ডিসি আবু তোরাব মোঃ শামছুর রহমান এবং জিএমপি হেডকোয়ার্টার্সে কর্মরত ডিসি মুহাম্মদ কামাল হোসেনকে পিবিআই এর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে মুহাম্মদ কামাল হোসেন ২০২০ সালের ৮ জানুয়ারি থেকে ২০২১ সালের ১৮ মে পর্যন্ত ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। এসময় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে একই বিধিমালার ৪(২) উপ-বিধি (১)(ক) উপবিধি অনুযায়ী উনাকে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানের ২০২৩ সালের ২১ আগস্ট স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে লঘুদণ্ড (শাস্তি) প্রদান করা হয়। এমনকি ডিসি ইব্রাহীম ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার পদে কর্মরত থাকাকালে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ (১) অনুযায়ী রাষ্ট্রপতির পক্ষে সচিব মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২০১৯ সালের ২৫ আগস্ট উনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।