নিজস্ব প্রতিবেদকঃ-
বরিশাল কাউনিয়া থানাধীন লামছড়ি এলাকার ৯ নং ওয়ার্ডে বখাটে কর্তৃক এক যুবককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।গত শনিবার দিন দুপুর দুইটায় এ হামলার ঘটনা ঘটে। এতে হৃদয় (১৭) নামের এক যুবক আহত হয়। আহত হৃদয়ে লামছরি ৯ নং ওয়ার্ড এলাকার নুর আলমের ছেলে।পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।এ বিষয়ে আহত হৃদয় ও তার বাবা নুর আলম সাংবাদিকদের জানায়,বেশ কিছুদিন আগে তাদের বাড়ির পার্শ্ববর্তী মৃত ছাওার হাওলাদের বখাটে ছেলে সোলেমান তার মা সুমি বেগমকে মাদকের টাকার জন্য মারধর করছিল।এ সময় হৃদয়ের বাবা নুর আলম বখাটে ছেলে সোলেমানের হাত থেকে তার মা সুমিকে রক্ষা করে এবং বখাটে সোলেমানকে বকা ঝকা দেয়।আর এই ঘটনার জেরে গত ২৮ তারিখ দুপুর দুইটার সময় বাওড় খালে হৃদয় গোসল করতে গেলে পূর্বপরিকল্পিতভাবে সুলেমান পিছন থেকে এসে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে শুরু করে। সোলেমানের লাঠির আঘাতে হৃদয় শরিরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।বর্তমানে আহত হৃদয় শেবাচিমের সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে আহত পরিবার আরো জানায়,সোলেমান মাদক সেবন করে বিভিন্ন সময় গুচ্ছ গ্রামের নারীদের ইভটিজিং করে। প্রতিবাদ জানালে চাইনিস কুড়াল নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের হুমকি দেয়।বখাটে সোলেমানের কারণে এলাকায় নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ।
এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী পরিবার।