Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত।

admin
জানুয়ারি ২, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান:-
ওয়াকথন, মুক্তআড্ডা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আজ খুলনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’।
এ উপলক্ষ্যে সকালে নগরীর শিববাড়ি মোড়ে ওয়াকথন উদ্বোধনকালে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের মানুষের মানবিক কাজ করে থাকেন। এ অধিদপ্তর অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে কাজ করে যাচ্ছে এটা সত্যি প্রশংসার দাবিদার। এই ওয়াকথনের মাধ্যমে তাদের বার্তাগুলো সমাজে ছড়িয়ে দিতে বিভাগীয় কমিশনার সকলের প্রতি আহবান জানান।
পরে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে ওয়াকথনে বিজয়ী, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতা ও জুলাই কন্যাদের মাঝে পুরস্কার বিতরণ এবং মুক্তআড্ডা অনুষ্ঠিত হয়। এসময় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নূরুল হাই মোহাম্মদ আনাছ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা, জেলা সমাজসেবা কার্যালয়ের সাবেক উপপরিচালক খান মোতাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে নগরীর শিববাড়ি মোড় থেকে ময়লাপোতা হয়ে জেলা সমাজসেবা কার্যালয় পর্যন্ত ওয়াকথন বের হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।