সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুরের কালিয়াকৈর ০২ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার সকালে ৭:৪৫টায় পৌরসভার ৭নং ওয়ার্ডের মন্ডলপাড়া এলাকার এক গজারি বন থেকে অজ্ঞাতনামা ১জন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার কালে নিহত যুবকের পড়নে ছিল সাদা কালো টি-শার্ট ও খয়েরি রঙের লুঙ্গি ছিল।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মন্ডলপাড়া এলাকার গজারী বনের ভেতর এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে অজ্ঞাতনামা ওই যুবকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।