বিশেষ প্রতিনিধি:-
পূর্ব শত্রুতার জেরে পার্বতীপুরের পুরাতন বাজারে ১ জানুয়ারি(বুধবার)বিকেল সাড়ে চারটায় মাদকাসক্ত-বখাটে রাকিব ও তার বাহিনী কর্তৃক বেসরকারি সংস্থা সজাগ এর চেয়ারম্যান- সমাজসেবক মার্শাল আনছারুল আজাদকে লোহার রড,খুর ও লাঠি দিয়ে আক্রমণ!এ সময় তার কাছে থাকা এনজিওর বাৎসরিক ক্লোজিংয়ের ১লক্ষ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।এমনটাই জানিয়েছেন ভিকটিম ও তার পরিবার।
পরবর্তীতে রাত ১০.৪৫মিনিটে জিআরপি থানায় অভিযোগ দিতে যাবার সময় আবারো রাকিব ও তার ভাই সাকিবের নেতৃত্বে ১২থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল আনছারুল আজাদকে হত্যার উদ্দেশ্যে হামলার চেষ্টা করে।এসময় রেলগেট মুদি ব্যবসায়ী জাহিদুল ইসলাম আনছারুল আজাদকে প্রাণে রক্ষা করতে দোকানের ভিতর ঢুকে নেয়।তৎক্ষণাৎ এলাকাবাসী সমবেত হয়ে এই সন্ত্রাসী বাহিনীকে প্রতিহত করলে তারা সেখান থেকে সটকে পড়ে।সশস্ত্র সন্ত্রাসীরা চলে যাওয়ার পর বাসায় ঢুকে পড়েন মার্শাল আনছারুল আজাদ।এর ঠিক ১৫ থেকে ১৮মিনিট পর ওই সন্ত্রাসী বাহিনী আবারও বাড়ির সামনের রাস্তায় সশস্ত্র অবস্থায় আনাগোনা করতে থাকে।এমতাবস্থায় ভিকটিমের ছেলে আবিদ ট্রিপল লাইনে ফোন দিলে পুলিশের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়,রাতে যেন বাড়ির বাহিরে না বের হন তিনি।
এই সন্ত্রাসী ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে মার্শাল আনছারুল আজাদকে দেখতে তার বাসায় আসেন উপজেলা যুবদলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতৃত্ব।
খবর নিয়ে জানা গেছে,এই রাকিব ও শাকিবের বাবা বিতর্কিত মাছুয়া সুলতান একজন আওয়ামী লীগের দোসর।তিনি মাছুয়া সুলতান নামে পরিচিত।সুলতানের দাপট দেখলে বুঝাই যায় না তিনি বাহির জেলার মানুষ।তার দাপটে স্থানীয়রাই কোণঠাসা!এই ঘটনাটি তারই একটি উদাহরণ।তাকে সেলটার দিত পার্বতীপুর আওয়ামী লীগের তৎকালীন শীর্ষ পর্যায়ের নেতারা।মাছুয়া সুলতানের বাড়ি নাটোরের নলডাঙ্গায় বলে জানা গেছে।
এই ঘটনায় ২ জানুয়ারি (বৃহস্পতিবার)সন্ধ্যায় পার্বতীপুর জিআরপি থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।