মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ-
নরসিংদীর মনোহরদীতে জামাতে ইসলামী'র আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(৩ জানুয়ারী)উপজেলার সাগরদীতে জামাতে ইসলামী মনোহরদী উত্তর শাখা'র আয়োজনে অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।জামাতে ইসলামী বাংলাদেশ মনোহরদী উত্তর থানা শাখা'র আমীর মাওঃমোঃইকবাল হোসাইন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামাতে ইসলামীর সাবেক আমির মাওঃএ.টি.এম রাফিউদ্দীন,নরসিংদী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আঃলতিফ খাঁন,মনোহরদী থানা দক্ষিণ শাখা'র আমীর মাওঃমোঃছানাউল্লাহ্,সরকারী টিচার্স ট্রেনিং কলেজ এর সাবেক অধ্যক্ষ,বীর মুক্তিযোদ্ধা প্রফেসর শৌকত আলী প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন,বাংলাদেশ জামাতে ইসলামী ও ছাত্র শিবির কারো রক্ত চক্ষুকে ভয় করে না,এ দেশে আল্লাহর দ্বীন কায়েমের জন্যে শহীদ মাওলানা নেজামী যেভাবে শহীদ হয়েছে,দেশকে স্বৈরাচার মুক্ত করতে ইসলামী ছাত্র শিবির যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছে,প্রয়োজনে আমরা আবারো দেশের শান্তি ফিরিয়ে আনতে এবং দেশে আল্লাহর দ্বীন কায়েম করতে নিজের জীবনকেও দিতে প্রস্তুত আছি। ইনশাআল্লাহ্ । এছাড়াও বক্তারা জামাতে ইসলামী ও ছাত্র শিবিরের ছায়াতলে এসে দেশকে দূর্নীতি মুক্ত করতে উপস্থিত সকলকে আহ্বান জানান।
এ সময় মনোহরদী দক্ষিণ থানা শাখার সেক্রেটারি জেনারেল মাওঃতাজুল ইসলাম শাহীন,নিটোল ইনসুরেন্স কোম্পানি লিঃ এমডি হাফিজুর রহমান শরীফ,শ্রমিক কল্যাণ ফেডারেশন মনোহরদী উত্তর শাখার আমীর মাওঃইকবাল হোসেন, ,জামাতে ইসলামী খিদিরপুর ইউনিয়ন শাখার আমীর মাওঃআঃমজিদ বেলাল,সেক্রেটারি জেলারেল মাও:ওবায়দুল হক মুদাচ্ছিরসহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের আমীর,সেক্রেটারি জেনারেলবৃন্দ,ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।