সোহাঈদ খান জিয়া, চাঁদপুর জেলা প্রতিনিধি:-
চাঁদপুর আড়াই শ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ওটি বর /ওটি অ্যাটেন্ডেস মোঃ আলমগীর মৃধা দীর্ঘদিন যাবত সুনামের সাথে সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া নিজ গ্রামেসহ রামপুর ও আশপাশের এলাকায় তাঁর সুনাম ও রয়েছে। জানাযায়,ওটি অ্যাটেন্ডেস আলমগীর মৃধা হাসপাতালে দায়িত্ব পালন করতে গিয়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন।তেমনি নিজ এলাকাসহ আশপাশের এলাকায় সামাজিক কর্মকাণ্ডে রয়েছেন এগিয়ে। সব সময় অসহায় মানুষের পাশে এগিয়ে যান।হাসপাতালে দায়িত্ব পালন করাবস্থায় সকল শ্রেণির মানুষের মন জয় করে নেন সঠিক ভাবে নিজের মনে করে দায়িত্ব পালন করে।
কিন্তু একটি কুচক্রী মহল আলমগীর মৃধার হাসপাতালে সঠিক দায়িত্ব পালন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এসব কিছু নিয়ে হিংসায় লিপ্ত হয়ে পড়ে। এতে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ভাবে অপ - প্রচারে লিপ্ত হয়ে যায়।বিভিন্ন ভাবে তাঁকে হয়রানির চেষ্টা করে আসছে। এমনকি তাঁর কর্মস্থলের বিষয় নিয়ে বিভিন্ন অপপ্রচার করে হয়রানির চেষ্টায় উঠে পড়ে লেগেছে। সামাজিক ভাবে তাঁকে ও তাঁর পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ধরনের কথা বলে অপপ্রচার করে।
এব্যাপারে আলমগীর হোসেন মৃধা বলেন, আমি সঠিক সময়ে হাসপাতালে এসে দায়িত্ব পালন করে আসছি। আমার দ্বারা কোন রোগী হাসপাতালে এসে কখনো হয়রানির শিকার হওয়াসহ আমার দায়িত্ব পালন নিয়ে অবহেলা করেছি বলতে পারবেন না। যার প্রমাণ হাসপাতালের ওটিতে দায়িত্ব পালন করা ডাক্তার স্যারেরা।এমনকি এলাকায় কখনো কোন মানুষের সাথে খারাপ আচরণ করিনা।কারো উপর জুলুম অত্যাচার করি না।এলাকায় আমাদের সামাজিক অবস্থান রয়েছে। আমার ও আমার পরিবারের সন্মান নষ্ট করার জন্য একটি চক্র বিভিন্ন ভাবে হয়রানির চেষ্টা করে আসছে।