Crime News tv 24
ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ সলঙ্গায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

admin
জানুয়ারি ৪, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ লুৎফর রহমান লিটল সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:-

সিরাজগঞ্জের সলঙ্গায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টার দিকে সলঙ্গা ফাজিল ডিগ্রী মাদ্রাসার হল রুমে ২ শতাধিক শীতার্ত অসহায়দের মাঝে এ কম্বল বিতরণ করেন স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন *** প্রিয় সলঙ্গার গল্প *** ফেসবুক গ্রুপ। প্রতি বছরের ন্যায় এবারেও শীতে কাহিল সলঙ্গা এলাকার অসহায়, ছিন্নমুলদের পাশে কম্বল নিয়ে পাশে দাঁড়িয়েছেন “প্রিয় সলঙ্গার গল্প” মানবিক সংগঠন।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা কে এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, চীফ এডমিন শাহ আলম। এস.এম ফারুক হায়দারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মো. আবু হাসান (রুবেল) আইন কর্মকর্তা, র্যাব হেডকোয়ার্টার ঢাকা, সলঙ্গা থানার ওসি মনিরুজ্জামান, উপদেষ্টা আলহাজ্ব দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, আবদুস সালাম মাস্টার, প্রভাষক তাজ উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। প্রতিষ্ঠালগ্ন থেকেই সকলকে নিয়ে এই সংগঠন পথচলছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছে। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে বক্তারা আরো বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।