Crime News tv 24
ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধার সেই বিতর্কিত চেয়ারম্যান মোসাব্বির হোসেনের অপসারণ দাবি।

admin
জানুয়ারি ৪, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিক শিরিন গাইবান্ধা জেলা প্রতিনিধি:-

গাইবান্ধা সদর উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোসাব্বির হোসেনের বিরুদ্ধে দুই যুবদল নেতাকে মারধর, চাঁদাবাজি এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে অপসারণ চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।শনিবার (৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা-নাকাইহাট সড়কের বালুয়া বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান মোসাব্বির হোসেন তার প্রভাব খাটিয়ে সকল ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ গতকাল (৪ জানুয়ারি) একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনি রামচন্দ্রপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম বাবু এবং যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনুল ইসলামকে মারধর করেন।

এ ঘটনায় শফিকুল ইসলাম বাবু বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় চেয়ারম্যান মোসাব্বিরের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা চেয়ারম্যানের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করেন

বক্তারা আরও বলেন, চেয়ারম্যান মোসাব্বির বালুয়া বাজারের চাঞ্চল্যকর রোকন হত্যা মামলার অন্যতম আসামি। এই চেয়ারম্যান বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার পরও এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তার এসব কার্যকলাপের কারণে ইউনিয়নের সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার। মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী চেয়ারম্যানের অপসারণ এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা জানান, যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তবে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।