মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধিঃ-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সাপ্তাহিক কাতিহার পশুরহাটে থামছেনা অতিরিক্ত টোল আদায়। শনিবার (৪ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই হাটে গরু ও ছাগল কিনতে আসা ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। এনিয়ে বিভিন্ন ক্রেতা অভিযোগ করেছেন।
জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী গরুপ্রতি ২৩০ টাকা ও ছাগলপ্রতি ৯০ টাকা টোল আদায় করা যাবে। কিন্তু এ নিয়মনীতির তোয়াক্কা না করে হাটের ইজারাদার গরুপ্রতি ৫০০ ও ছাগলপ্রতি ১৬০ টাকা আদায় করছেন।
হাটে আসা ক্রেতারা বলেন, এসিল্যান্ট, ইউএনও অফিসাররা টাকা খাচ্ছে। না খেলে এত বেশি কেন? হাটে আসা বিরাশি গ্রামের গরু ক্রেতা পবিরুল ইসলাম জানান, আমি আজ হাটে ২টা গরু কিনেছি, গরু প্রতি লেখাই ৫০০ টাকা করে নিয়েছে। কিন্তু রসিদে আবার টাকার পরিমাণ উল্লেখ করা হচ্ছে না। এভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, কোন ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। অপরদিকে এক ছাগল ক্রেতাও একই অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান মুঠোফোনে বলেন, এব্যাপারে আমি জানি না, হাট ইজারাদারকে ডাকে ব্যাবস্থা নিব।