সাংবাদিক শিরিন গাইবান্ধা জেলা প্রতিনিধি:-
সারা দেশের ন্যায় কনকনে শীতে কাঁপছে উত্তরবঙ্গের গাইবান্ধা পলাশবাড়ী উপজেলা। আজ ০৪/১/২০২৫ ইং তারিখে সন্ধ্যার পর প্রত্যেকটা প্রতিষ্ঠানে কম্বল বিতরণ করেন। এলাকা ঘুরে ঘুরে প্রত্যেকটা প্রতিষ্ঠানে হাজির হচ্ছেন ইউএনও মহোদয়। তাহারই ধারাবাহিকতায় মেরিরহাট প্রাণকেন্দ্রে অবস্থিত দুইটি প্রতিষ্ঠান, আব্দুল মালেক নূরানী এতিমখানা ও পাশাপাশি হযরত ফাতেমা (রা.) মহিলা মাদ্রাসার বাচ্চাদের হাতে কম্বল তুলে দেন। কনকনে শীতের মধ্যে হঠাৎ ইউএনওর হাতে শীতবস্ত্র দেখে এতিম শিশুরা আবেগাপ্লুত হয়ে পড়ে।
দীর্ঘদিন যাবত আব্দুল মালেক নুরানী ও এতিমখানা সহ নবীন হযরত ফাতেমা (রা.) মহিলা মাদ্রাসাটি অব্যাহত রয়েছে। এতিমখানাটিতে ৩০ টি এতিম বাচ্চা ও পাশাপাশি মহিলা মাদ্রাসাটিতে ২৫ জন বাচ্চা আবাসিকভাবে থাকেন। এই বিষয়টি ইউএনও মহোদয়ের কাছে জানানো হলে তিনি শীতার্ত এতিম বাচ্চাদের হাতে হাতে কম্বল তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন শীতে কোনো এতিম বাচ্চা যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। বিশেষ করে আজ মাদরাসার প্রত্যেকটা এতিম বাচ্চাদের হাতে কম্বল উপহার দিয়েছি। শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।