বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:-
আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গুনাকরকাটি খায়রিযা আজিজীয়া কামিল মাদ্রাসায় প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে মাদ্রাসা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাক্তন ছাত্র এসোসিয়েশনের আয়োজনে শুক্রবার ও শনিবার দু’দিনের অনুষ্ঠানে মীলাদ শরীফ, আলোচনা সভা, স্মৃতি চারণ ও দোয়া অনুষ্ঠান করা হয়। এসোসিয়েশনের সভাপতি প্রাক্তন ছাত্র মাওঃ আজিজুল্যাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা রাখেন, মাদ্রাসার প্রিন্সিপ্যাল প্রাক্তন ছাত্র মাওঃ নুরুল ইসলাম, এসোসিয়েশনের সেক্রেটারী উপাধ্যক্ষ প্রাক্তন ছাত্র মাওঃ আবু তাহের, প্রাক্তন শিক্ষক আঃ গফফার, প্রাক্তন শিক্ষক মাওঃ ওছমান, মাদরাসার শিক্ষক প্রাক্তন ছাত্র মাওঃ রবিউল ইসলাম, মাওঃ আঃ হামিদ, মাওঃ ইয়াকুব আলী, মাওঃ তৈয়বুর রহমান, মাস্টার জিয়াউর রহমান প্রমুখ।