প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৯:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২৫, ১১:৫৬ অপরাহ্ণ
আশাশুনি উপজেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের ত্রিবার্ষিক সম্মেলন।
বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:-
আশাশুনি উপজেলা ফুটবল রেফারী এমোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপজেলা ফুটবল রেফারী প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মোঃ আনিছুর রহমান। শনিবার সকাল ১০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফুটবল রেফারী প্রাক্তন শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক ফিফা রেফারী ও জাতীয় পুরস্কার প্রাপ্ত রেফারী তৈয়ব হাসান বাবু, জাতীয় রেফারী জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সিনিঃ সহ সভাপতি রফিকুল ইসলাম খান, রেফারী আনিছুর রহমান, রেফারী ইয়ামিন হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে আশাশুনি উপজেলা ফুটবল রেফারী প্রতিনিধি নির্বাচনের কার্যক্রম পরিচালনা করা হয়।তৈয়ব হাসান বাবু ও রফিকুল ইসলাম খান নির্বাচন পরিচালনা করেন। গোপন ব্যালট ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৯ জন ভোটারের মধ্যে ২৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থী মোঃ আনিছুর রহমান ১৯ ভোট পেয়ে উপজেলা ফুটবল রেফারী প্রতিনিধি নির্বাচিত হন। এনিয়ে একাধিকবার তিনি প্রতিনিধি নির্বাচিত হলেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী রাহুল সরকার ৫ ও মো: ইয়ামিন হোসেন ৩ ভোট পান। তিন বছরের জন্য আনিছুর রহমান পুনরায় প্রতিনিধি নির্বাচিত হলেন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত