মোঃ কাউছার পাটোওয়ারী বিশেষ প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের সোনারাগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন মুগারচর ফুটবল ক্লাবের উদ্যোগে নাইট ডিগবার ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে ওই ইউনিয়নের মুগারচর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মোয়াজ্জেম হোসেন জুয়েল।
এ সময় মুগারচর গ্রামের বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মোয়াজ্জেম হোসেন জুয়েল।আরোও উপস্থিত ছিলেন গ্রামের স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোয়াজ্জেম হোসেন জুয়েল বলেন,আগামীতে আমাদের ইউনিয়নকে মাদকমুক্ত একটি ইউনিয়নে রূপান্তরিত করতে হবে।আমাদের সেই লক্ষ্যে কাজ করা উচিত যুবসমাজকে সজাগ ও সচেতন করার উদ্যোগ নিতে হবে।
মাদকের ক্ষতিকারক দিকগুলো যুব সমাজকে বোঝাতে হবে।নেশার জগত থেকে তাদের ঘুরে দাঁড়াতে উদ্বিগ্ধ করতে হবে।
ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে মুগারচর সেভেন স্টার ক্লাব ১-০ গোলে মুগারচর টীম থান্ডার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।