মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:-
গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন বেথড়ী ইউনিয়নের রামদিয়া বাজারে ০৪/০১/২০২৫ রাত আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় জনৈক জিয়া মোল্যার মালিকানাধীন জিবা ইলেকট্রনিক্স এন্ড ডেকোরেটর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের কারণে জিবা ইলেকট্রনিক্স এন্ড ডেকোরেটর দোকানে থাকা মালামাল আগুনে পুড়ে যায় । সংবাদ পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনুমানিক, ০৫/০১/২০২৫ তারিখ রাত ১: ৪৫ ঘটিকার সময় আগুন নিয়ন্ত্রণে আনে। উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০০০০০০ টাকা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। রামদিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছেন। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। উক্ত বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।