মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি:-
রাউজান থানার অন্তর্গত ঐতিহ্যবাহী আরব নগর জামেয়া আরাবিয়া আনোয়ার উলুম মাদ্রাসা র বার্ষিক সভা সম্পন্ন হয়েছে।
গত কাল ৪ জানুয়ারী শনিবার বাদে ফজর হইতে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মাদ্রাসা র প্রতিষ্ঠাতা পরিচালক কেএম আলমগীর মাসউদ আরবনগরী এর সভাপতিত্বে মাঠে তাকরীর পেশ করেন জামেয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসা র পরিচালক আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরী, মারকাজুল কোরআন আল ইসলামি একাডেমী মাদ্রাসা র পরিচালক আল্লামা মুফতি ইলিয়াস হামিদী, আল জামিয়া ইসলামিয়া বায়তুল হুদা মাদ্রাসা র পরিচালক হয়রত মাওলানা এমদাদ উল্লাহ নানুপুরী, হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, মদুনাঘাট ইউনুছিয়া ফতহুল ইসলাম মাদ্রাসা র পরিচালক আল্লামা শাহ সেহাবউদ্দিন সাহেব, হযরত মাওলানা হোছাইন আহমদ কক্সবাজার, হযরত মাওলানা বেলালুদ্দিন ইউছুফ সাহেব, হযরত মাওলানা মুফতি খালেদ সাহেব, নানুপুর ওবাইদিয়া মাদ্রাসা র সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আবু জাফর নানুপুরী, হযরত মাওলানা আবদুস ছমি সাহেব, হযরত মাওলানা আবদুস সত্তার ইসলামাবাদী,হযরত মাওলানা ক্বারী শহিদুল্লাহ সাহেব, হযরত মাওলানা শফিউল আলম সাহেব,
হযরত মাওলানা রিদওয়ানুল হক সাহেব,
হযরত মাওলানা শোয়াইব আরবনগরী, হযরত মাওলানা ইয়াকুব সাহেব,