Crime News tv 24
ঢাকারবিবার , ৫ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের কচুয়ায় বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর।

admin
জানুয়ারি ৫, ২০২৫ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

হারুন শেখ বাগেরহাটে জেলা প্রতিনিধি:-

বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজারের পাশে আব্দুর রাজ্জাকের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে সন্ত্রাসীরা।

শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে প্রথমে আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা পরে বাধাল বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান নাঈম ইন্টারনেট ফাইবার নেটওয়ার্ক এ হামলা ও ভাঙচুর চালিয়ে প্রায় অর্থ কোটি টাকার ক্ষতি করে।

আব্দুর রাজ্জাক জানান, আমি দীর্ঘদিন ধরে বাধাল  বাজারে ডিসের ব্যবসা করে আসছি। আমার ছেলে নাঈম বাগেরহাট-২ আসনের সাবেক এমপি এম এইস সেলিমের গ্রুপে রাজনীতি করায় এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে।

তিনি জানান, শনিবার রাত সাড়ে দশটার দিকে বিএনপি নেতা রাসেলের নেতৃত্বে স্থানীয় জুয়েল, বিল্লাল, শাওনসহ ১২ থেকে ১৪ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বেআইনিভাবে আমার বাড়িতে প্রবেশ করে। তারা আমার বসতবাড়ির জানালার গ্লাস, সিসি ক্যামেরা ও দুইটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে সন্ত্রাসীরা আমার ছেলের নামে প্রতিষ্ঠান নাঈম ইন্টারনেট ফাইবার নেটওয়ার্ক এর তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তারা আমার ব্যবসা প্রতিষ্ঠানে থাকা কম্পিউটার, ল্যাপটপ, প্যাড, মোবাইলসহ সকল মালামাল ভাঙচুর করে। এ সময় তারা দোকানে থাকা মনিটর, নতুন একটি ল্যাপটপ ও নগদ এক লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে যায়। এতে তার প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় তিনি সন্ত্রাসীদের সঠিক বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন। এ ঘটনায় থানায় মামলা করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে বলে জানান তিনি।

এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল আলম মুঠোফোনে বলেন, ভাঙচুরের ঘটনা জেনেছি।  এখনো কেউ লিখিত অভিযোগ প্রদান করেনি। অভিযোগ পেলে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।