Crime News tv 24
ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁওতে ট্রাক ভর্তি গর্জন কাঠসহ সাইদুর রহমান আটক।

admin
জানুয়ারি ৬, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁওঃ-

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নতুন অফিস বাজার এলাকায় ২৪১ ঘনফুট গর্জন কাঠসহ এক ব্যক্তি কে আটক করেছে বন বিভাগ।এসময় অবৈধভাবে কাঠ বহনের অভিযোগে একটি ট্রাক গাড়ি জব্দ করা হয়।

রবিবার ৫ জানুয়ারী সকাল ৮ টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বর্ণিত এলাকার থেকে ট্রাক-ভর্তি এই কাঠগুলো উদ্ধার করে ফুলছড়ি রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে।কাঠ জব্দ করার ঘটনায় আদালতে একটি মামলা করা হয়েছে।উক্ত মামলায় আটক সাইদুর রহমান নামেক এক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাটানো হয়।

আটক যুবক রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের আশকরখীল এলাকার মোঃ ইউনুস’র ছেলে সাইদুর রহমান।

বিষয়টি দৈনিক কক্সবাজার সংবাদ কে নিশ্চিত করেন ফুলছড়ি বিট কর্মকর্তা ফজলুর কাদের চৌধুরী।

জানা যায়,গোপন সংবাদের ভিক্তিতে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে একটি ট্রাক ভর্তি কাঠ গুলো চকরিয়ার দিকে নিয়ে যাচ্ছে খবর পেয়ে ফুলছড়ি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শীতল পালের নির্দেশনায় ফুলছড়ি বিট কর্মকর্তা ফজলুর কাদের চৌধুরী, এফজি তহিদুল ইসলাম এফজি মোঃ হাচান, বাগান মালি হাচানসহ বন বিভাগের এক দল সদস্যরা উপরের বর্ণিত স্থানে অবস্থান করে।

ট্রাক গাড়িটি বর্ণিত এলাকায় পৌঁছালে গাড়ীটি থামানোর জন্য বন বিভাগের সদস্যরা সংকেত দিলে গাড়ীর ড্রাইভার গাড়িটি না থামিয়ে চকরিয়ার দিকে চালাতে থাকে।বন বিভাগের সদস্যরা সরকারি গাড়ি যোগে পিছু পিছু ধাওয়া করে গাড়ীটি জব্দ করে।হাতেনাতে একজন কে আটক করে।

এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটক যুবক কে আদালতের মাধ্যমে কারাগারে পাটানো হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফুলছড়ি বিট কর্মকর্তা ফজলুর কাদের চৌধুরী।

ফুলছড়ি রেঞ্জে কর্মরত সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ রাশিক আহসান দৈনিক কক্সবাজার সংবাদ কে বলেন, গাছগুলো জব্দ করে রেঞ্জে আনা হয়েছে। এই গাছ কাটার পেছনে কারা রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এসব গাছ কক্সবাজার উত্তর বন বিভাগ বা দক্ষিণ বন বিভাগের কোন এক স্থান থেকে কাটা হয়েছে।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ মারুফ হোসেন দৈনিক কক্সবাজার সংবাদ কে বলেন,২৪১ ঘনফুট গর্জন কাঠ উদ্ধার করা হয়েছে।এঘটনায় মামলা হয়েছে।