Crime News tv 24
ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পূর্বাচলে আবারো এক নারীর গলাকাটা লাশ উদ্ধার।

admin
জানুয়ারি ৬, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

রূপগঞ্জ প্রতিনিধি:-

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহর থেকে আবারো অজ্ঞাত এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি ) সকালে উপজেলার পূর্বাচল ৫ নং সেক্টরের গুতিয়াবো এলাকা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়। এর আগে, গত কয়েকদিন ধরেই পূর্বাচল থেকে একের পর এক লাশ পাওয়া যাচ্ছে। পূর্বাচল অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, সোমবার সকাল ৮ টার দিকে পূর্বাচল উপশহর ৫ নং সেক্টর গুতিয়াব এলাকায় গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে অজ্ঞাত নারীর গলা কাটা লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে গলাকাটায় ব্যবহৃত দুটি ছুড়ি জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে ছুড়ি দুটি নারীর গলা কাটায় ব্যবহৃত হয়েছে। এখনো লাশের নাম পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে বিস্তারিত বলা যাবে। পু্লিশ লাশের নাম পরিচয় জানার চেষ্টা করছে।