নিজস্ব প্রতিবেদক কেএম হারুনঃ-
বাউফল থানাধীন কালাইয়া ইউপির কালাইয়া বন্দরে মার্চেন্ট পট্টিতে শিবানন্দ রায় বণিক এর ব্যবসা প্রতিষ্ঠান কানু প্রিয় ভান্ডারে অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত পূর্ব পরিকল্পিতভাবে মুখমন্ডলে মানকি টুপি পড়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়া ভিতরে প্রবেশ করে ক্যাশ বক্সের ভিতরে থাকা নগদ পাচ লক্ষ টাকা নিয়ে নেয়। অজ্ঞাতনামা ডাকাতরা শিবানন্দ রায় বণিক কে অস্ত্রের মুখে জোর পূর্বক অপহরণ করে ইঞ্জিন চালিত ট্রলারযোগে পূর্ব দিকে তেতুলিয়া নদীর দিকে নিয়া যায়। ডাকাতরা মুখমন্ডলে মানকি টুপি পড়া ছিল।
বরিশাল রেঞ্জ ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম মহোদয় গত ০৫-০১-২০২৫খ্রিঃ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অফিসার্স, ফোর্সদের ভিকটিম উদ্ধার এবং আসামি গ্রেফতারের দিক নির্দেশনা প্রদান করেন।
গত রাতে ভিকটিম কে উদ্ধার করা হয়েছে হয়েছে। মাননীয় আইজিপি, বাংলাদেশ পুলিশ উক্ত সফলতায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।